ফ্রি চিকিৎসা পেলেন পদ্মার ভাঙনকবলিত হাজারো মানুষ,মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীর ভাঙনকবলিত মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করেছে উপজেলার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এসএসসি ব্যাচ-১৯৯২।
ফ্রি চিকিৎসা পেলেন পদ্মার ভাঙনকবলিত হাজারো মানুষ
শুক্রবার (২৬ মে) দিনভর পদ্মাপাড়ের সরকারি- লৌহজং কলেজে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাসেবা নেন সহস্রাধিক ভাঙনকবলিত, ভূমিহীন ও দরিদ্র মানুষ।আয়োজক সংগঠনের সভাপতি হামিদুর রহমান জুয়েল জানান, উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ সালের এসএসসি পরীক্ষার্থীরা তাদের সংগঠনের সদস্য।
বর্তমানে সমাজের নানা স্তরে প্রতিষ্ঠিত এসব সদস্যের আর্থিক সহযোগিতায় এ চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি পলাশ জমাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, অর্থ সম্পাদক ফিরোজ খান, সদস্য আলামিন, হানিফ, হাসান জুয়েল, আক্তার, শাহরিয়ার শহীদ, গোলাম মাহমুদ, তাহের মৃধা, লাকি হাসান, লিজা রহমান সাইক্লোন প্রমুখ।
আরও পড়ুন: