ফ্রি চিকিৎসা পেলেন পদ্মার ভাঙনকবলিত হাজারো মানুষ

ফ্রি চিকিৎসা পেলেন পদ্মার ভাঙনকবলিত হাজারো মানুষ,মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীর ভাঙনকবলিত মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করেছে উপজেলার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এসএসসি ব্যাচ-১৯৯২।

 

ফ্রি চিকিৎসা পেলেন

 

ফ্রি চিকিৎসা পেলেন পদ্মার ভাঙনকবলিত হাজারো মানুষ

শুক্রবার (২৬ মে) দিনভর পদ্মাপাড়ের সরকারি- লৌহজং কলেজে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাসেবা নেন সহস্রাধিক ভাঙনকবলিত, ভূমিহীন ও দরিদ্র মানুষ।আয়োজক সংগঠনের সভাপতি হামিদুর রহমান জুয়েল জানান, উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ সালের এসএসসি পরীক্ষার্থীরা তাদের সংগঠনের সদস্য।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

বর্তমানে সমাজের নানা স্তরে প্রতিষ্ঠিত এসব সদস্যের আর্থিক সহযোগিতায় এ চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি পলাশ জমাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, অর্থ সম্পাদক ফিরোজ খান, সদস্য আলামিন, হানিফ, হাসান জুয়েল, আক্তার, শাহরিয়ার শহীদ, গোলাম মাহমুদ, তাহের মৃধা, লাকি হাসান, লিজা রহমান সাইক্লোন প্রমুখ।

 

ফ্রি চিকিৎসা পেলেন

 

আরও পড়ুন:

Leave a Comment