মুন্সিগঞ্জে গাড়ির ধাক্কায় নারী নিহত,মুন্সিগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারী (৩৫) নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মর্নিংসান হোটেলের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।স্থানীয় লোকজন বলেন, রাতের আঁধারে মহাসড়কে সব গাড়ির গতিই বেশি ছিল। রাত ১১টার দিকে মর্নিংসান হোটেলের পাশে হঠাৎ একটি শব্দ হয়। স্থানীয় লোকজন
এগিয়ে গিয়ে একজন নারীকে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়। ওই নারী রাস্তা পার হচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আশপাশের কারও পরিচিত নন।

মুন্সিগঞ্জে গাড়ির ধাক্কায় নারী নিহত
গজারিয়া- হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক এ এস এম রাশেদুল ইসলাম বলেন, নিহত

নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহ পুলিশ হেফাজতে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন :

২ thoughts on “মুন্সিগঞ্জে গাড়ির ধাক্কায় নারী নিহত”