Site icon মুন্সীগঞ্জ জিলাইভ | truth alone triumphs

মুন্সিগঞ্জে নৌযান শ্রমিকদের কর্মবিরতি, পন্যবাহী জাহাজ চলাচল বন্ধ

পন্যবাহী জাহাজ চলাচল বন্ধ – চাঁদপুরের জাহাজের ৭ শ্রমিক হত্যার আসল রহস্য উদঘাট করে হত্যার বিচারসহ বেশ কিছু দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছে নৌ-যান শ্রমিকরা।

 

মুন্সিগঞ্জে নৌযান শ্রমিকদের কর্মবিরতি, পন্যবাহী জাহাজ চলাচল বন্ধ

 

শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য শুরু হয় কর্মবিরতির এই কর্মসূচি। মুন্সিগঞ্জে লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে অবস্থান নিয়ে সকল পন্যবাহী জাহাজ শ্রমিকরা এই কর্মবিরতি পালন করছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান ও শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সবুজ শিকদার। বাংলাদেশ নৌযান ও শ্রমিক ইউনিয়ন মুন্সিগঞ্জ জেলা সভাপতি মো. তাইজুল ইসলাম বাদশার সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন জাহাজী ফেডারেশন কের্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরে আলম হাওলাদার, যুগ্ম-সম্পাদক অলিউর রহমান ও চট্টগ্রাম জাহাজী শ্রমিক ইউনিয়েনর সহ-সভাপতি মো. সেলিমসহ আরো অনেকে।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এসময় বক্তারা ৭ শ্রমিক খুনের বিচারের পাশাপাশি বিভিন্ন সময়ে নৌ-দুর্ঘটনায় আহত শ্রমিকের সু-চিকিৎসা, নৌ-পথে শ্রমিক হত্যা, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজী বন্ধের দাবি জানান। আগামী দুই দিনের মধ্যে ৭ খুনের রহস্য উদঘাটন, নৌ নিরাপত্তা নিশ্চিত করা ও শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত এবং সকল শ্রমিকদের গেজেট অনুযায়ী বকেয়া বেতন ও পাওনা পরিশোধের কার্যকরি ব্যবস্থা গ্রহণ না করা হলে একযোগে লঞ্চ, বাল্কহেড ও লাইটার জাহাজসহ সকল ধরনের যাত্রীবাহী লঞ্চ বন্ধ থাকবে।

 

আরও দেখুনঃ

Exit mobile version