মুন্সিগঞ্জে তরুণীর গুলিবিদ্ধ লাশ

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে সাহিদা আক্তার নামে এক তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, গুলি করে ওই তরুণীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

মুন্সিগঞ্জে তরুণীর গুলিবিদ্ধ লাশ

 

গতকাল সকাল ৭টার দিকে ওই সড়কের উপজেলার দোগাছি নামক এলাকা থেকে শ্রীনগর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভিকটিম সাহিদা আক্তার (২৫) ময়মনসিংহের কোতোয়ালি থানার মৃত মোতালেব হোসেনের মেয়ে। ঢাকার ওয়ারীতে তিনি পরিবারের সঙ্গে থাকতেন।

 

 

লাশের পাশ থেকে পুলিশ পাঁচটি গুলির খোসা উদ্ধার করে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার ভোরে ওই নারীকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হাঁটতে দেখেছেন। তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, তরুণীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

আরও দেখুনঃ

Leave a Comment