Site icon মুন্সীগঞ্জ জিলাইভ | truth alone triumphs

তিতাসের অভিযানে ঢালাই কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

তিতাসের অভিযানে ঢালাই কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন,মুন্সীগঞ্জের -গজারিয়ায় পুরান বাউশিয়ায় দ্বিতীয় দফায় মঙ্গলবার (১৬ মে) ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। এর আগে ৮ মে একবার সংযোগ বিচ্ছিন্ন করা হলে রাতেই অবৈধভাবে পুনরায় সংযোগ দেয়া হয়।আট দিনের মাথায় পুনরায় সংযোগটি বিচ্ছিন্ন করা হলো। এ ছাড়াও হোসেন্দী এলাকায় এক আবাসিক গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও কমপ্রেসার মেশিনে গ্যাস পাইপ রিপিট করে তিতাস।

 

 

তিতাসের অভিযানে ঢালাই কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

অভিযানে অংশ নেন তিতাস গ্যাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মনিরুজ্জামান। অভিযান শেষে তিনি বলেন, গত ৮ মে বিকালে একটি ঢালাই লোহার কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করি। এ সময় এস্কেভেটর দিয়ে কারখানাটি গুঁড়িয়ে দেয়া হয়।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তিনি আরও জানান, ঘটনার একদিন পরেই আমরা জানতে পারি রাতের আঁধারে তারা পুনরায় গ্যাস সংযোগ দিয়েছে। তাই ফের অভিযান পরিচালনা করা
হয়। সংযোগটি নিলেও অবকাঠামো নির্মাণ করতে না পারায় তারা গ্যাস ব্যবহার করতে পারেনি।

 

আরও পড়ুন:

Exit mobile version