Site icon মুন্সীগঞ্জ জিলাইভ | truth alone triumphs

মুন্সিগঞ্জে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে পাঙাশ

পদ্মা ও মেঘনা বিধৌত মুন্সিগঞ্জের নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে পাঙাশ। প্রতিদিনই নদীতে মিলছে দেড়-দুই কেজি ওজনের পাঙাশ। আর এসব মাছ কিনতে সকাল থেকে জেলার হাট-বাজারগুলোতে ভিড় করছেন ক্রেতারা।

 

মুন্সিগঞ্জে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে পাঙাশ

বিশেষ করে পদ্মা নদী তীরবর্তী মাওয়া মৎস্য আড়ৎ, হাসাইল মাছ বাজার ও দিঘীরপাড় বাজার সয়লাব নদীর পাঙাশে। আকারভেদে প্রতি কেজি পাঙাশ বিক্রি হচ্ছে ৯০০-এক হাজার টাকায়।

হাসান ছৈয়াল নামের এক জেলে জানান, ইলিশের অভিযান শেষে হলে নদীতে ইলিশ মাছের জাল নিয়ে মাছ ধরতে যাই। এ সময় ইলিশ না এসে বড় বড় পাঙাশ আসে। আড়তগুলোতে ভালো দাম পাওয়ায় আমরা খুশি।

 

 

হাসাইল মৎস্য আড়তের আড়তদার বাবু হাওলাদার বলেন, প্রতি বছরই এসময় জেলেরা পদ্মা নদীতে বড় বড় পাঙাশ পেয়ে থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। গত বছর হাসাইল আড়তের এক জেলে একবার নদীতে জাল ফেলে সর্বোচ্চ ৮০ পিস পাঙাশ পেয়েছিল। এ বছর এখন পর্যন্ত হাসাইল মাছ ঘাটে প্রায় সহস্রাধিক শতাধিক পাঙাশ মাছ উঠেছে।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

গনেশ নামের ক্রেতা বলেন, ৯৫০ টাকা দরে ১১ কেজি ওজনের একটি পাঙাশ কিনলাম। নদীর পাঙাশ খেতে খুবই সুস্বাদু তাই ভোরে আড়তে এসেছি কিনতে। পছন্দমতো কিনে নিলাম।

 

আরও দেখুনঃ

Exit mobile version