বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মাওয়া ঢাকা লেন বন্ধ রোববার,মুন্সীগঞ্জের শ্রীনগর রেল ওভারপাস ব্রিজের উন্নয়নমূলক কাজের জন্য বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে মাওয়া-ঢাকা লেন রোববার (১৪ মে) একদিনের জন্য বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে মাওয়া থেকে শ্রীনগর পর্যন্ত ওই এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ থাকবে। এ সময়ে এক্সপ্রেসওয়ের মাওয়া-ঢাকা লেনের গাড়িকে সার্ভিস লেন ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে।

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মাওয়া ঢাকা লেন বন্ধ রোববার
মুন্সীগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবুল কাশেম মোহাম্মদ নাহীন রেজা জানান, শ্রীনগর রেল ওভারপাস ব্রিজের ক্ষতিগ্রস্ত এক্সপাসন জয়েন্ট মেরামত করা হবে। এ জন্য রোববার (১৪ মে) সকাল ৮টা থেকে সার্বিক নিরাপত্তার লক্ষ্যে একদিনের জন্য এক্সপ্রেসওয়ের মাওয়া থেকে শ্রীনগর পর্যন্ত সড়ক বন্ধ রাখা হবে।তিনি জানান, একদিনের জন্য একটি লেন বন্ধে যাতে যানবাহন চলাচলে চ্যালেঞ্জ তৈরি না হয় সেইলক্ষ্যে প্রস্তুতি রাখা
হয়েছে। এই অংশের যানবাহনগুলো সার্ভিস লেনে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।এই সময়ের যাতে যানজট তৈরি না হয় এবং যানবাহনগুলো ট্রাফিক আইন মেনে চলার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এই অংশের দুই প্রান্তেই অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-আমিন।

আরও পড়ুন:


1 thought on “বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মাওয়া ঢাকা লেন বন্ধ রোববার”