আমাদের আজকের আলোচনার বিষয় মুন্সীগঞ্জ জেলার পেশা।
মুন্সীগঞ্জ জেলার পেশা:-
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৩৪.৬৪%, অকৃষি শ্রমিক ২.১৭%, শিল্প ৪.৬৯%, ব্যবসা ২৩.১৭%, পরিবহন ও যোগাযোগ ৩.৭৫%, নির্মাণ ২.২৭%, ধর্মীয় সেবা ১.১৯%, চাকরি ১২.৮৭%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ৫.৯৫% এবং অন্যান্য ৯.৩%। অর্থনৈতিক দিক দিয়ে মুন্সীগঞ্জ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। কয়েক বছরে এখানে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। মুন্সীগঞ্জের মাওয়ায় নগরী গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।
শিল্পে ও মুন্সীগঞ্জ জেলা একটি বিশেষ স্হান দখল করে রয়েছে। এ জেলায় বাংলাদেশের জেলাগুলোর মধ্যে সর্বাধিক কোল্ডস্টোরেজ রয়েছে।এছাড়া এ অঞ্চলে অসংখ্য রাইস মিল, অয়েল মিল,ডাল মিল, ময়দার মিল রয়েছে যা মীরকাদিম বন্দরকে ঘিরে গড়ে উঠেছে।এই মীরকাদিম বন্দর অতীতেও পাক-ভারত উপমহাদেশে একটি বৃহৎ বন্দর হিসাবে খ্যাতি ছিল।
অন্যদিকে এ জেলার মুক্তারপুরকে ঘিরে গড়ে উঠেছে মাছ ধরার জাল তৈরীর অসংখ্য শিল্প যা জেলা ভিত্তিক বিবেচনা করলে উল্লেখ করার মত। এছাড়া এ জেলায় অসংখ্য সিমেন্ট ফ্যাক্টরী রয়েছে যা জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।মুন্সীগঞ্জ জেলার বিসিক শিল্প নগরীতে গড়ে উঠেছে অসংখ্য ছোট ছোট শিল্প।এছাড়া এজেলায় টেক্সটাইল ও কেমিক্যাল শিল্প রয়েছে।এছাড়া,সরকার এই জেলায় গার্মেন্টস শিল্পসহ অন্যান্য শিল্প স্হাপনের জন্য বিশেষ জোন সৃষ্টি করার পদক্ষেপ গ্রহণ করেছে।
আরও পড়ুনঃ

