Site icon মুন্সীগঞ্জ জিলাইভ | truth alone triumphs

বৃদ্ধকে পিটিয়ে হত্যা স্ত্রী সৎ মেয়ে আটক

বৃদ্ধকে পিটিয়ে হত্যা স্ত্রী সৎ মেয়ে আটক,মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় শেখ ছলিম (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে।মঙ্গলবার (৯ মে) দুপুরে উপজেলার বাড়ৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত স্ত্রী রোকসানা বেগম ও নিহতের সৎ মেয়ে রোজিনা বেগমকে আটক করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, ছলিমের সঙ্গে স্ত্রী রোকসানা বেগমের পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে দুপুরে স্ত্রী রোকসানা বেগম ঝাড়ু ও লাঠি দিয়ে নিহত ছলিমকে বেধড়ক পেটাতে থাকে। এ সময় নিহতের সৎ মেয়ে রোজিনা বেগমকে সহযোগিতা করতে দেখা যায়।

 

 

বৃদ্ধকে পিটিয়ে হত্যা স্ত্রী সৎ মেয়ে আটক

এক পর্যায়ে অচেতন হয়ে ঘটনাস্থলেই মারা যান ছলিম। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুজ্জামান  বলেন, পারিবারিক কলহের জেরে ওই ব্যক্তিকে মারধর করেন তার স্ত্রী। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

গিয়ে দেখি তিনি মারা গেছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্ত্রী রোকসানা বেগম ও সৎ মেয়েকে আটক করা হয়েছে। ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

 

আরও পড়ুন:

Exit mobile version