ধলেশ্বরীতে গোসলে নেমে শিশুর মৃত্যু আরেকজন নিখোঁজ,মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজের সাড়ে তিন ঘণ্টা পর গতকাল রোববার রাত ৯টার দিকে মো. আমির হামজা (৮) নামের ওই শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। একই সঙ্গে গোসলে নামা আরেক শিশু এখনো নিখোঁজ।গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চাঁন্দেরচর এলাকায় এ ঘটনা ঘটে। আমির হামজা চান্দেরচর এলাকার আবদুল আউয়াল মিয়ার ছেলে। নিখোঁজ মো. রিমন (৯) একই এলাকার মো. বাবুল মিয়ার ছেলে। তাকে উদ্ধারে আজ সোমবার সকাল থেকে আবারও অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস।

ধলেশ্বরীতে গোসলে নেমে শিশুর মৃত্যু আরেকজন নিখোঁজ
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বিকেলে চাঁন্দেরচর এলাকার লেকু মার্কেট–সংলগ্ন কামাল উদ্দিন মাদবরের বাড়ির ঘাট দিয়ে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে আমির হামজা ও রিমন। গোসলের একপর্যায় তারা নদীর গভীরে চলে যায়। সে সময় পানির স্রোতে দুজন তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় নিখোঁজ দুই শিশুর স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সিরাজদিখান থানা–পুলিশ ও ফায়ার

সার্ভিসকে খবর দেওয়া হয়।সিরাজদিখান ফায়ার সার্ভিসের দলনেতা রফিকুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এর মাধ্যমে তাঁরা খবর পান। পরে ঘটনাস্থলে পৌঁছে সদরঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ডাকা হয়। গতকাল রাত ৯টার দিকে নিখোঁজ দুই শিশুর মধ্যে আমির হামজাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আজ ফায়ার সার্ভিসের অন্য একটি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

আরও পড়ুন: