রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় অজ্ঞাতপরিচয়ের এক বৃদ্ধ নিহত,ময়মনসিংহের নান্দাইলে বাসচাপায় অজ্ঞাতপরিচয়ের এক বৃদ্ধ -নিহত হয়েছেন। রোববার (৭ মে) রাত ১০টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের ঝালুয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।নান্দাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রাত ১০টার দিকে অজ্ঞাতপরিচয়ের ওই বৃদ্ধ ঝালুয়া বাজার এলাকা দিয়ে সড়ক পারাপার হচ্ছিলেন। এসময় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী শামীম এন্টারপ্রাইজ বাস ওই বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে

গেলে কর্তব্যরত চিকিৎসক জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া অবস্থায় তিনি মারা যান।মো. খোরশেদ আলম বলেন, এই ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে আছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

ড়ুন:

১ thought on “রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় অজ্ঞাতপরিচয়ের এক বৃদ্ধ নিহত”