মুন্সিগঞ্জে ফুটবল খেলা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে ফুটবল খেলা – ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের গজারিয়ায় ভিটিকান্দি ডায়মন্ড ক্লাবের আয়োজনে জাঁকজমকপূর্ণ পরিবেশে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

মুন্সিগঞ্জে ফুটবল খেলা অনুষ্ঠিত

শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।  উক্ত খেলায় রোকন সিকদার একাদশ এবং আনিস প্রধান একাদশ নামে দুটি দল অংশগ্রহণ করে। খেলায় টাইব্রেকারে রোকন সিকদার একাদশকে হারিয়ে আনিস প্রধান একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভিটিকান্দি ডায়মন্ড ক্লাবের সাবেক ক্যাপ্টেন ও ক্রীড়াবিদ আতাউর রহমান খোকন। রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ইব্রাহিম সিকদার এবং সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন হাসান ও হাসিবুল।

উদ্বোধক আতাউর রহমান খোকন বলেন, সমাজকে মাদকমুক্ত করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা চাই তরুণরা মাদকের দিকে না গিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হোক। এতে সমাজ উপকৃত হবে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এ সময় উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ডা. আব্দুল গাফফার স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক মোস্তফা কামাল সিকদারসহ নয়াকান্দি ও ভিটিকান্দি গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ। খেলা উপভোগ করার জন্য শত শত ফুটবল প্রেমী ভিড় জমান।

 

আরও দেখুনঃ

Leave a Comment