জমি নিয়ে বিরোধ সমাধানে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হত্যার অভিযোগ স্ত্রীর

জমি নিয়ে বিরোধ সমাধানে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হত্যার অভিযোগ স্ত্রীর,সেন্টু হাওলাদারের বাড়ি পুরাবাজারে। থাকেন স্বরস্বতী গ্রামে। জমি নিয়ে বাবা-ভাইয়ের সঙ্গে বিরোধ চলছিল। সমস্যা সমাধানের জন্য বাড়িতে বৈঠক করতে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে।গতকাল বুধবার রাতে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় এই ঘটনা ঘটে। জমির ভাগ থেকে বঞ্চিত করতে পূর্বপরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী রোজিনা বেগম।

 

জমি নিয়ে বিরোধ সমাধানে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হত্যার অভিযোগ স্ত্রীর

 

জমি নিয়ে বিরোধ সমাধানে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হত্যার অভিযোগ স্ত্রীর

মারা যাওয়া সেন্টু হাওলাদার (৫০) পুরাবাজার এলাকার মজিবুর হাওলাদারের ছেলে। জমির বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে বাবা, ভাইদের সঙ্গে বিরোধের কারণে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বজ্রযোগিনী ইউনিয়নের স্বরস্বতী গ্রামের শ্বশুরবাড়িতে থাকতেন সেন্টু।পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পারিবারিকভাবে জমির বিরোধের সমাধানের জন্য গতকাল দুপুরে সেন্টু হাওলাদার গ্রামের বাড়ি পুরাবাজার এলাকায় যান। রাত আটটার দিকে

ভাগাভাগি নিয়ে কথা–কাটাকাটির সময় সেন্টু উত্তেজিত হয়ে যান। সেখানে তিনি অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস আজ বৃহস্পতিবার সকালে  বলেন, গতকাল রাত সাড়ে আটটার দিকে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় তাঁর বাবা, চাচা ও অন্য আত্মীয়স্বজন হাসপাতালে নিয়ে আসেন। লাশের গায়ে কোনো

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আঘাতের চিহ্ন ছিল না। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যায়।এদিকে রাত ১০টার দিকে মরদেহ পুরাবাজার নিয়ে যাওয়ার সময় সদর উপজেলার ভাঙা এলাকায় অ্যাম্বুলেন্স অবরুদ্ধ করেন সেন্টুর শ্যালক ও স্থানীয় লোকজন। গাড়ির ভেতরে লাশ দেখতে পেয়ে অবরোধকারী ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় সেন্টুর বাবা মজিবুর হাওলাদার ও চাচা আমির হোসেন অ্যাম্বুলেন্স থেকে নেমে পালিয়ে

যান। তবে সেন্টু হাওলাদারের দুই ভাই শাহিন হাওলাদার ও রুবেল হাওলাদারকে আটক করে পুলিশে দেন অবরোধকারী লোকজন।সেন্টুর স্ত্রী রোজিনা বেগম অভিযোগ করেন, তাঁর স্বামী সহজ–সরল প্রকৃতির মানুষ ছিলেন। তাঁর দুই মেয়ে, ছেলে নেই। তারা যেন সম্পত্তির ভাগ না পায় এ জন্য নানাভাবে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। গতকাল জমির ভাগাভাগির কথা বলে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে।

 

জমি নিয়ে বিরোধ সমাধানে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হত্যার অভিযোগ স্ত্রীর

 

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো তারিকুজ্জামান প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ও লাশের সুরতহাল করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ‘স্ট্রোকের কারণে’ ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। এরপরও যখন ঘটনাটি নিয়ে ঝামেলা হয়েছে তাই লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির দুই ভাইকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। টঙ্গিবাড়ী থানার মাধ্যমে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন:

১ thought on “জমি নিয়ে বিরোধ সমাধানে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হত্যার অভিযোগ স্ত্রীর”

Leave a Comment